Description
হরেক রঙের জীবন মানুষের। সে জীবনের ভাঁজে ভাঁজে আনন্দ কিংবা বেদনা গল্প হয়ে ঝুলে থাকে। ভেতরের একটা তাগিদ লেখিয়ে নিতে চায় জীবনের সেসব সুখ অসুখের গল্প। বাস্তবতার খাতিরে স্বপ্নালু শব্দেরা ভাঁজ খুলে একদম উদোম শরীরে উপস্হিত হতে চায় আমার লেখায়। কতটা কব্জিবন্দী করা সম্ভব হয় জানিনা। 'দূরের দেশে শব্দ হয়, শব্দ ভেসে আসে।' দেশছাড়া আমি, দেশটাকে লেখালেখির কেন্দ্র ভেবে নানা ঘটনার হাত ধরে ভেসে আসা শব্দপাখিদের জড়ো করে গল্পের চেহারা দিতে চেষ্টা করি। এই বইয়ে শহুরে, গ্রামীণ কিংবা প্রবাসী জীবনের কিছু গল্প বলতে চেষ্টা করেছি। মোট পনেরোটি গল্প নিয়ে আমার প্রথম প্রকাশ পেতে যাওয়া গল্পগ্রন্থ 'স্টুডিও অ্যাপার্টমেন্ট'র আখ্যান সাজানো হয়েছে। এই বইতে জীবনের পাওয়া- না পাওয়া, সুখ-অসুখ, লোভ-প্রতিহিংসা ইত্যাদি মনুষ্য অনুভূতিগুলোকে বয়ানের চেষ্টা করেছি। তাতে কতটা সফল হয়েছি সে বিচারের ভার রইল পাঠকের হাতে।