অনলাইন বিকিকিনির জগতে দোর্দণ্ডপ্রতাপশালী প্রতিষ্ঠান আমাজন (Amazon)। ই-বই বা অনলাইন বইয়ের বাজারে যুক্তরাষ্ট্রে আমাজন কিন্ডল (Kindle)-এর ক্ষমতা বিশাল, বিশ্বের অন্যত্রও তার প্রভাব বড়ো কম নয়। অনলাইন বইপঠনের জগতে যুক্তরাষ্ট্রে কিন্ডলের দাপট সর্বময়, বাকি বিশ্বেও যথেষ্ট। সেই আমাজন কিন্ডল-এ অতি সম্প্রতি বাংলা বই বিক্রির একটি উদ্যোগ চালু হলো। বাংলাভাষার অনলাইন প্রকাশনায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
এই উদ্যোগে বর্তমানে কিন্ডল-এ ৫০টি বই পাওয়া যাচ্ছে। বাংলাদেশের আনিসুল হক, পশ্চিমবঙ্গের আকাদেমি পুরস্কারপ্রাপ্ত অমর মিত্রের মতো বাঘা বাঘা লেখকদের বই এই তালিকাভুক্ত। ডিজিটাল প্রযুক্তি, প্রকাশনা আর বাংলা ভাষার ভবিষ্যতের এ এক জটিল সন্ধিক্ষণ। বাংলাভাষা প্রেমীরা কিন্তু বড্ড সেকেলে। বাংলা সাহিত্যের কথা ভাবলেই, আমরা ঢাকা বা কলকাতার বইমেলার স্মৃতিতে কাতর হই। ছাপা বই হাতে নেবার মজাই আলাদা। সেখানে কোথাকার কোন অশরীরী ডিজিটাল হরফ দিয়ে তৈরি বই, তাতে কি আর সেই আনন্দ আছে?
অথচ আসল কথা হচ্ছে বাংলা প্রকাশনাকে ডিজিটাল জমানার উপযোগী করে তোলা যুগের জরুরি দাবি।
এই কাজটি করতেই ‘বইয়ের হাট’ কোমর বেঁধে নেমেছে।
“Books Connect Us” এই উদ্যোগটি এগিয়ে নেওয়ার লক্ষে “বইয়ের হাট পাবলিকেশন্স” আমাজনে যাত্রা শুরু করে। উদ্দেশ্য সুলভে বিশ্বময় পাঠকের কাছে বই পৌঁছে দেওয়া। এবং লেখককে ত্রৈমাসিক বা বাৎসরিক রয়াল্টি (royalty) প্রদান। বাংলাদেশ ও কলকাতার বাইরে যে বিশাল বাংলাভাষী পাঠক রয়েছেন যারা ভালো বাংলা বই পড়া থেকে বঞ্চিত হচ্ছেন তাদের কাছে বই পৌঁছে দেওয়া।
শুধু লেখক নয়, যেকোন প্রকাশক আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আমরা সকল ধরনের টেকনিক্যাল কাজে প্রকাশকদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবো।
আমাদের উদ্দেশ্য বাংলা সাহিত্যের বিশ্বময় প্রসার ও প্রচার। আশাকরি আপনাদের সহযোগিতায় এই কাজটিও আমরা সফলভাবে চালিয়ে যেতে পারবো।