Description
স্মরণাতীত কাল থেকে সমতলের মানুষের হিমালয়ে যাতায়াত। ধর্মীয় বা পেশার কারণে অথবা ভ্রমণের আগ্রহে। সারা বিশ্বের পর্বতারোহীদেরও আকৰ্ষণ করে হিমালয়। এছাড়াও কিছু মানুষ হিমালয়ে যান নিছক নেশার বশবর্তী হয়ে। হেঁটে হেঁটে তাঁরা ঘুরে বেড়ান হিমালয়ের অন্দরমহলে। এঁদের পরিচিতি ট্রেকার বা চরণিক নামে। এই মানুষগুলি হিমালয়ে ট্রেক অর্থাৎ পদচারণা করতে গিয়ে কষ্ট করেন, ঝুঁকি নেন, বিপদেও পড়েন, বিনিময়ে পান আনন্দ - সেই আনন্দের সাথে তুলনীয় আর কিছুই তাঁরা খুঁজে পান না, তাই হাজার অসুবিধা সামলেও যে ভাবে হোক হিমালয়ে তাঁদের যেতেই হয়। নিয়মিত।
এই সব ট্রেকারদের কেউ কেউ ফিরে এসে আমাদের শোনান তাঁদের হিমালয়ের বুকে ঘোরাঘুরির অভিজ্ঞতার নানান গল্প। কখনও তা রোমাঞ্চকর, কখনও তা সাদামাটা ঘটনার বর্ণনা। কিন্তু হিমালয় যাঁদের আকর্ষণ করে তাঁদের হিমালয়ের প্রতি ভালোবাসা এতই গভীর, হিমালয়ে হাঁটাহাঁটির মামুলি গল্পও তাঁরা আগ্রহ নিয়ে পড়েন। আর যদি ব্যতিক্রমী অপরিচিত কোন ঘটনার বিবরণ হয়, তাহলে তো কোন কথাই নেই!