Description
কমলকুমারের সৌন্দর্যচেতনা, বিভূতিভুষণের প্রকৃতিকে দেখা, রবীন্দ্রনাথের দুঃখের ভেতর দিয়ে সত্যকে দেখা, এমন কী শক্তি চট্টোপাধ্যায়ের রাতের কড়া নাড়ার ছলে কোনও এক অবনীকে খুঁজে ফেরার কথা কুলদা তার স্বকীয় শৈলীতে এমন ভাবে নির্মাণ করেছেন যে, বিস্মিত হতে হয় এমন ভাবেও গল্প বলা যায়। কখনও মনে হয় স্মৃতিচারণা, কখনও একজন প্রকৃতিবিদের ডাইরি, কখনও বা একজন পাগল, প্রেমিক বা একজন উদাসীন কথকের মায়াজড়ানো কথকতা বুঝি। একজন সামান্য গল্পকর হিসেবে টের পাই তার এক পাতা, দু’পাতার ছোট ছোট আখ্যানগুলো অনায়াসেই হতে পারত তথাকথিত উপন্যাসোপম বড়গল্প। অথচ মিতকথনের চারুতায়, myth-কথনের রহস্যময়তায় কী অসাধারণ নান্দনিক, শৈল্পিক সুষমারঞ্জিত হয়ে উঠেছে তার এই লেখাগুলো।