Description
সেদিন হঠাৎ ফেসবুক মেমোরিতেই চোখে পড়ল ফেসবুকে আমার প্রায় এক যুগ হতে চলল। প্রযুক্তিভীতু আমার পক্ষে এ এক বিস্ময়াবহ তথ্য বটে। ফেসবুক মাধ্যমটা সাথে যথাপরিচিত হতে সময় লেগেছে অনেক। ক্রমে ক্রমে কিছুটা বুঝেছি, বন্ধু-পরিসর বেড়েছে, ফেসবুকেই খুঁজে পেয়েছি হারানো বহু বন্ধুকে। লেখালেখির ক্ষেত্রে আমি এখনও কাগজ-কলমি মাধ্যমমগ্ন। তবে মাঝে মধ্যে অলস দিনের হাওয়ায়, বিনিদ্র রাত্রির অবকাশে ফেসবুকে লেখা হয়েছে টুকরো টুকরো ভাবনা- কিছু; হয়তো কোনো বই পড়ে, হয়তো পথের মোড়ে কোনো দৃশ্য দেখে, হয়তো অকস্মাৎ কারো প্রয়াণমুহূর্তের স্মৃতি-উস্কানো প্রহরে; সেগুলোর অধিকাংশই ছাপার অক্ষর পায়নি আবার কিছু লেখা কোনো পত্রিকা তাদের আগ্রহে প্রকাশ করেছে হয়তো তবে সবচেয়ে বেশি রয়ে গেছে ফেসবুক বন্ধুদের প্রতিক্রিয়ায়, হয়তো কারো কারো পাঠস্মৃতিতে।
এমন কিছু লেখা ফিরে পড়তে গিয়ে মনে হলো এসব মিলেঝুলে একটা বইয়ের আকার দাঁড় করানো যেতে পারে। যদিও দ্বিধা কাটছিল না মোটেও। ভাবনার দ্বিধাগ্নিতে জল ঢাললেন বন্ধু মাশফিকউল্লাহ তন্ময়, বললেন ‘বই হবে এবং তা বইমেলার আগেই লেখকের জন্মদিনে’। বন্ধুর কথা, করতে নেই মানা। ফলশ্রুতি এই বই রাতলিপি দিনলিপি; প্রথম পঁয়ত্রিশে আপনাদের প্রতি আমার বিনম্র নিবেদন।
এমন কিছু লেখা ফিরে পড়তে গিয়ে মনে হলো এসব মিলেঝুলে একটা বইয়ের আকার দাঁড় করানো যেতে পারে। যদিও দ্বিধা কাটছিল না মোটেও। ভাবনার দ্বিধাগ্নিতে জল ঢাললেন বন্ধু মাশফিকউল্লাহ তন্ময়, বললেন ‘বই হবে এবং তা বইমেলার আগেই লেখকের জন্মদিনে’। বন্ধুর কথা, করতে নেই মানা। ফলশ্রুতি এই বই রাতলিপি দিনলিপি; প্রথম পঁয়ত্রিশে আপনাদের প্রতি আমার বিনম্র নিবেদন।