Description
‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’ গত একুশে বইমেলায় প্রকাশিত মোজাফ্ফর হোসেনের গল্প সংকলন। সংকলনটি ভাগ্যবান—পাঠকের হাতে বই আকারে পৌঁছার আগেই এর পাণ্ডুলিপি আবুল হাসান সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিল। এর ফলে বইটির প্রকাশে একটা আগাম বাড়তি মাত্রা নিশ্চয় যোগ হয়েছে। আপাতদৃষ্টিতে এমন মনে হওয়ারই কথা। মনে হওয়ার কথা এজন্য বললাম, পুরস্কারের ছাপ বইয়ের জন্য অনেক সময় কাজে দেয়, যদিও পুরস্কার দিয়ে সব সময় বইয়ের প্রকৃত মাপজোখ হয় না। কথাটা আমাদের এখানেই শুধু নয়, অন্যান্য জায়গায়ও খাটে। এ কথা বলার পরপরই বলতে বাধ্য হচ্ছি, এ বইটি যে পাণ্ডুলিপি অবস্থায়ই পুরস্কার প্রদানকারীদের নজর কেড়েছে তা তাঁদের বিবেচনাবোধ ও দুরদর্শী চিন্তাভাবনার ফল।