Description
ছোটগল্পের অতুল ঐশ্বর্য থেকে কিছু গল্প বেছে নিয়ে নিজের ভাল লাগা নিয়ে পাঠকের সঙ্গে আলাপ। এই আলাপে নেই রবীন্দ্রনাথ নেই, জগদীশ গুপ্ত, রমেশ সেন নেই। গত শতাব্দীর ৩০ এর দশক থেকে আরম্ভ করেছি। এই আরম্ভের কোনো কোনো হিশেব নেই। কোথাও একটা আরম্ভের দরকার, তাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ে আরম্ভ। শেষ করেছি কবির লেখা গল্প দিয়ে। জীবনানন্দ, আল মাহমুদকে লিখে। ৬০টি গল্প নিয়ে লিখেছি।