Description
পালকাপ্য বাঙলার সেই মুনি যিনি হস্তিকে প্রথম পোষ মানিয়েছিলেন। হস্তিকে বাহন করার পরেই বাঙলার পণ্য পৌঁছেছিল সিন্ধু সভ্যতার কেন্দ্রসমূহ এবং আরো দূরবর্তী জনপদসমূহে। ইতিহাস এমন সাক্ষ্য দেয়, বাঙালি বণিকগণ হাতিকে বাহন করে সূতি বস্ত্র, তামা, চাল প্রভৃতি সিন্ধু উপত্যকা, সৌরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের জনপদসমূহে নিয়ে গিয়ে সেখানকার বণিকদের সাথে বাণিজ্য করত।
প্রাচীন বাঙলার বণিকদের নাম ছিল হট্ট যা সংস্কৃত ভাষায় প্রবেশ করেছে। ‘হট্ট’ শব্দ তেকেই হাট, হাঁটা প্রভৃতি শব্দের উৎপত্তি। অনুমান করা হয়, বাঙালি বণিকরা আনাতলিয়া অঞ্চলে গিয়ে হট্টুস(হিটটী)রাজ্য স্থাপন করেছিল। পালকাপ্য বাঙলার সেই আদি উত্থানের ঐতিহাসিক রূপকার।
প্রাচীন বাঙলার বণিকদের নাম ছিল হট্ট যা সংস্কৃত ভাষায় প্রবেশ করেছে। ‘হট্ট’ শব্দ তেকেই হাট, হাঁটা প্রভৃতি শব্দের উৎপত্তি। অনুমান করা হয়, বাঙালি বণিকরা আনাতলিয়া অঞ্চলে গিয়ে হট্টুস(হিটটী)রাজ্য স্থাপন করেছিল। পালকাপ্য বাঙলার সেই আদি উত্থানের ঐতিহাসিক রূপকার।