Description
উপন্যাসের নাম ‘চিত্রাঙ্গদ’। লেখা কেন্দ্রীয় চরিত্রটির নিজস্ব উচ্চারণে। প্রথম বাক্যটি হলো – ‘প্রতিদিনের মত আজও সকাল পাঁচটায় ঘুম ভেঙে যায় আমার’। এই কথক হলেন বাষট্টি বছরের এক কবি। নাম অর্চিষ্মান বসু। স্ত্রীকে হারিয়েছেন বছর সাতেক আগে। বর্তমানে যাদবপুর স্টেশন লাগোয়া একটি ফ্ল্যাটের ছ’তলার বাসিন্দা। কবিখ্যাতি এখন অনেকটাই ক্ষীণ – যা কিছু পাঠকের স্মৃতি তা অতীতের লেখা নিয়ে। তাতে ক্ষণিক আনন্দ হয়ত হয় কিন্তু মনের ভেতর ফুরিয়ে যাওয়ার বিষাদ কাজ করে। এক সময়ের জনপ্রিয় কবিকে শুনতে হয় কবিতার জ্যামিতি ইতিহাস ভূগোল নাকি বদলে গেছে। তাই অতীত হয়ে স্মৃতিনির্ভর সময় কাটানো।
এমন এক স্থবির জীবনে হঠাৎই এক চঞ্চলতা সকালের কাগজের একটি খবরে – ‘পুরুষ যৌনকর্মীর উপর যৌন নির্যাতন’। যুবকটির বয়েস সাতাশ। তার ব্যাগে নানা জিনিসপত্রের সঙ্গে একটি ডায়েরি মিলেছে। সেখানে ‘চিত্রাঙ্গদ’ নামে জনৈক কবির কিছু কবিতা এবং কবিতার কিছু উদ্ধৃতি। যুবকটিকে ভর্তি করা হয়েছে বোলপুরের একটি নার্সিংহোমে এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। খবরটি পড়ে অর্চিষ্মানের স্মৃতিতে ভেসে ওঠে বছর কুড়ির এক সুকুমার তরুণের মুখ।
এমন এক স্থবির জীবনে হঠাৎই এক চঞ্চলতা সকালের কাগজের একটি খবরে – ‘পুরুষ যৌনকর্মীর উপর যৌন নির্যাতন’। যুবকটির বয়েস সাতাশ। তার ব্যাগে নানা জিনিসপত্রের সঙ্গে একটি ডায়েরি মিলেছে। সেখানে ‘চিত্রাঙ্গদ’ নামে জনৈক কবির কিছু কবিতা এবং কবিতার কিছু উদ্ধৃতি। যুবকটিকে ভর্তি করা হয়েছে বোলপুরের একটি নার্সিংহোমে এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। খবরটি পড়ে অর্চিষ্মানের স্মৃতিতে ভেসে ওঠে বছর কুড়ির এক সুকুমার তরুণের মুখ।