Description
গোঁসাইকে আমি পেয়েছিলাম, নাকি গোঁসাই আমাকে জুড়ে বসেছিল - তা স্পষ্ট করে বলতে পারি না। কে এই গোঁসাই? সে রূপ আর অরূপের মধ্যে একটা সেতু। সে এক সীমাহীন ভালোবাসা। যে বিচার করে না, অনুভব করে। অনুভবের কোনো পরিধি হয় না, কেন্দ্র হয়। গোঁসাই সেই কেন্দ্রবিন্দু। যে কেন্দ্রবিন্দুর জন্য খোঁজ আমাদের চিরকালের। গোঁসাইয়ের দায় তাই শাস্ত্রীয় বিধানের প্রতি নয়, আবহমানকাল ধরে বয়ে আসা মানুষের হৃদয়ের কাছে।
ধন্যবাদান্তে
সৌরভ ভট্টাচার্য
ধন্যবাদান্তে
সৌরভ ভট্টাচার্য