Description
আপাততঃ দুজনে মিলে কয়েক পা হেঁটে গিয়ে দাঁড়াবো সামনের ওই বড় রাস্তার ফুটপাতে। না,যেতে যেতে কোনো প্রশ্ন করবো না আপনাকে। তেমন মনে হলে আমার থেকে খানিকটা দূরত্ব বজায় রেখেও দাঁড়াতে পারেন। কথা দিচ্ছি, বেশীক্ষণ অপেক্ষা করাবো না। সেকেন্ড কয়েকের মধ্যেই এক যুবক চলে আসবে আমাদের সামনে। আমাদের কাছে নয়। বরং বলা ভালো তার চোখেই পড়বে না আমাদেরও উপস্থিতি। রাস্তার ভিড়ের ভেতর মাত্র একটা মাথা হয়ে হেঁটে যাবে মধ্য গতিতে। ভিড়ের ফাঁক ফোকর দিয়ে ওর অস্তিত্ব যতটুকু চোখে পড়বে ততটুকু কিন্তু খুঁটিয়ে দেখতে হবে। কেননা এই আখ্যানে ওই আমাদের প্রধান শিকার।