নো ওয়ান কিল্ড জেসিকা ও অন্যান্য গল্প - নাহার তৃণা

Boierhut Publications
Apple Books Google Books

Description

আমাদের চারপাশে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে যাচ্ছে। প্রতিদিনের কথোপকথনে কি গল্প থাকে? খুব থাকে। পড়শি ‘দবির সাহেব ছোটো ভাই কবির সাহেবের সাথে অমুকদিন তমুক কাজটা ঠিক করেননি’র মতো হাজারো গালগপ্পো খুচরো পয়সার মতো গড়িয়ে পড়ে আমাদের দৈনন্দিন জীবন যাপনের পকেট গলে। পত্রিকা পড়ে জেনে যাই, ‘যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশে গাছ থেকে একে একে সাইনবোর্ড পেরেক সরাচ্ছেন এক লোক।’ এগুলো বাস্তব জীবনের গল্প হলেও প্রতিবেদন মাত্র। যা শিল্প-সাহিত্যের স্তরে পড়ে না। গল্পকে শিল্পের স্তরে পৌঁছানোর জন্য কয়েকটা ধাপ পেরোতে হয়। এই ধাপগুলোর উপস্হিতি বা অনুপস্হিতি-নিয়ে একটা সময় পর্যন্ত যে লেখা তৈরি হতে থাকে, তার একচ্ছত্র অধিকার লেখকের। পাঠক তখন স্রেফ বাহিরি(outsider)। গল্পটি নিয়ে পাঠকের তখন পর্যন্ত কিছু বলার অধিকার জন্মায়নি। গল্পটা তৈরি হয়ে প্রকাশের স্তর পেরোবার সঙ্গে সঙ্গে লেখকের লেখায় পাঠকেরও অধিকার জন্মায়। গ্রহণ কিংবা বর্জনের অধিকার। ভালো গল্প বা খারাপ গল্প বিচারের অধিকার। 
এ বইয়ের বিভিন্ন গল্প বিষয়ে যাঁদের পরামর্শ পেয়েছি তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে দুজনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, তাঁরা হলেন কথাসাহিত্যিক কুলদা রায় এবং সাদিয়া সুলতানা। বইয়ের হাট প্রকাশনীর প্রকাশক এই গল্পগ্রন্থটি ই-বই করার আন্তরিক আগ্রহ দেখান। মূলত তাঁর কারণেই ‘নো ওয়ান কিল্ড জেসিকা ও অন্যান্য গল্প’ আন্তর্জালিক মাধ্যমে প্রকাশের সুযোগ পেলো। এঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি।

Similar Products

1350965375220148439