Description
বাংলা ভাষাভাষী পঁচিশজন নারী এবং পঁচিশজন পুরুষ লেখকের গল্পের সংকলন-সাঁকো। স্বীকার করতে দ্বিধা নেই, এটিকে এই সময়ের সেরা গল্পসংকলন বা সেরকম কিছুর দাবি আমাদের নেই। সংকলন করার পেছনে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল, বাংলাভাষার কিছু গল্প যুথবন্ধ করে পাঠকের সামনে উপস্থাপন করা। ইতোপূর্বে পঞ্চাশজন নারী লেখকের গল্প নিয়ে ‘গল্পের পুষ্পিতকুঞ্জ’ শিরোনামের একটি ইবুক বইয়ের হাট প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সেটির মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয় কবি প্রকাশনী থেকে। প্রিন্ট ভার্সনে সংকলনের শিরোনাম ‘গল্পপঞ্চাশৎ’। বর্তমান সংকলনটিকে তারই ধারাবাহিকতা রক্ষার আরেকটি ধাপ হিসেবে চিহ্নিত করা যুক্তিযুক্ত হবে।
এবারের সংকলনেও গল্পের সংখ্যা পঞ্চাশ। আর এটি নারী-পুরুষ দুই লেখক সত্তার নানামুখী ভাবনা সম্বলিত কাহিনি-আখ্যানঋদ্ধ গল্প দিয়ে সাজানো হয়েছে। সাঁকোর একপারে থাকছে সেই পঞ্চাশজন লেখকের গল্প, অন্য পারে তার পাঠক। সাঁকোটির প্রধান ভিত বাংলাভাষা। আমাদের প্রাণের ভাষা। সে ভাষার লেখকের বাস কোথায় সেটা প্রাথমিকভাবে আমাদের বিবেচ্য ছিল না। সাঁকো নামকরণের পেছনে দুটি কারণ আছে। একটি হলো লেখক ও পাঠকের মধ্যেকার সাঁকো। অন্যটি হলো সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সাহিত্যিকদের মধ্যে গল্পের সাঁকো। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বাঙালি লেখকের গল্প দিয়ে সংকলনটি সাজানোর ভাবনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এবারের সংকলনেও গল্পের সংখ্যা পঞ্চাশ। আর এটি নারী-পুরুষ দুই লেখক সত্তার নানামুখী ভাবনা সম্বলিত কাহিনি-আখ্যানঋদ্ধ গল্প দিয়ে সাজানো হয়েছে। সাঁকোর একপারে থাকছে সেই পঞ্চাশজন লেখকের গল্প, অন্য পারে তার পাঠক। সাঁকোটির প্রধান ভিত বাংলাভাষা। আমাদের প্রাণের ভাষা। সে ভাষার লেখকের বাস কোথায় সেটা প্রাথমিকভাবে আমাদের বিবেচ্য ছিল না। সাঁকো নামকরণের পেছনে দুটি কারণ আছে। একটি হলো লেখক ও পাঠকের মধ্যেকার সাঁকো। অন্যটি হলো সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সাহিত্যিকদের মধ্যে গল্পের সাঁকো। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বাঙালি লেখকের গল্প দিয়ে সংকলনটি সাজানোর ভাবনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।