Description
ভূমিকা
নাহার মনিকা’র প্রথম গল্পগ্রন্থ “পৃষ্ঠাগুলি নিজের” তাঁর পাঠককুলকে নিঃসন্দেহে তৃপ্ত করবে। তাঁরা আনন্দিত ও বিস্মিত হবেন এই লক্ষ্য করে যে, নাহার মনিকা তাঁর রচনায় বাংলা ছোটগল্পের ধ্রূপদী চারিত্রের সঙ্গে আধুনিক গল্পরচনার শিল্পকৌশল এমন অনায়াসে মিশিয়েছেন যে এইসব রচনা এক অসাধারণ বৈশিষ্ট্য অর্জন করেছে।
মনিকার গল্পরচনার কাল দীর্ঘ নয়, যদিও রচনাশৈলী অতি পরিণত। যেমন ভাষার ব্যবহার, তেমনি গল্পের পটভূমি, কী চরিত্র নির্মাণেও সমান কুশলতার পরিচয় দেন তিনি। তাঁর গল্পের জগৎ আমাদের জানা, সমস্ত চরিত্রও পরিচিত। অথচ পাঠশেষে মনে হয় এক ভিন্ন অপরিচয়ের আবহ ছড়িয়ে আছে সর্বত্র।
ছোটগল্পের কাছে পাঠকের সবচেয়ে বড় যে পাওনা – পাঠতৃপ্তি, নাহার মনিকা’র গল্প সেটিও সম্পূর্ণ মেটাবে।
জ্যোতিপ্রকাশ দত্ত
নাহার মনিকা’র প্রথম গল্পগ্রন্থ “পৃষ্ঠাগুলি নিজের” তাঁর পাঠককুলকে নিঃসন্দেহে তৃপ্ত করবে। তাঁরা আনন্দিত ও বিস্মিত হবেন এই লক্ষ্য করে যে, নাহার মনিকা তাঁর রচনায় বাংলা ছোটগল্পের ধ্রূপদী চারিত্রের সঙ্গে আধুনিক গল্পরচনার শিল্পকৌশল এমন অনায়াসে মিশিয়েছেন যে এইসব রচনা এক অসাধারণ বৈশিষ্ট্য অর্জন করেছে।
মনিকার গল্পরচনার কাল দীর্ঘ নয়, যদিও রচনাশৈলী অতি পরিণত। যেমন ভাষার ব্যবহার, তেমনি গল্পের পটভূমি, কী চরিত্র নির্মাণেও সমান কুশলতার পরিচয় দেন তিনি। তাঁর গল্পের জগৎ আমাদের জানা, সমস্ত চরিত্রও পরিচিত। অথচ পাঠশেষে মনে হয় এক ভিন্ন অপরিচয়ের আবহ ছড়িয়ে আছে সর্বত্র।
ছোটগল্পের কাছে পাঠকের সবচেয়ে বড় যে পাওনা – পাঠতৃপ্তি, নাহার মনিকা’র গল্প সেটিও সম্পূর্ণ মেটাবে।
জ্যোতিপ্রকাশ দত্ত