Description
ছোটগল্প আমার সাহিত্যচর্চার মূলক্ষেত্র। সেই কারণে আমি প্রবন্ধ লিখতে চেয়েছি কিছুটা গল্পের গদ্যে। প্রচলিত প্রবন্ধের গুরুগম্ভীর ভাব বা মেজাজ যাই বলি না কেন, আমার প্রবন্ধে অনুপস্থিত। এতে প্রবন্ধ হিসেবে খামতি কিছুটা ঘটতে পারে। তবে সহজবোধ্য বা উপাদেয় হলো কিনা সেটিই আমার কাছে বিবেচ্য বিষয়।
কোনো চিন্তাই স্থির নয়। এখানে যে প্রবন্ধগুলো স্থান পেয়েছে তা বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে লেখা। নিশ্চয় আমার চিরস্থায়ী চিন্তা ও ভাবনার প্রতিনিধিত্ব তারা করে না। আশা করি, পাঠক সেগুলো পড়বেন ব্যক্তি-লেখকের চূড়ান্ত সাহিত্যভাবনা জানার আগ্রহ থেকে নয়, সাহিত্য সম্পর্কে কিছু উসকানিমূলক চিন্তা পেতে। পড়তে পড়তে তাঁরাও নিজের মতো করে এই আলোচনায় অংশ নিতে পারেন। কিছু কিছু সংশোধন, সংযোজন ও সম্প্রসারণ করার অধিকারও তাঁদের থাকবে। তথ্যগত কিছু অসংগতি থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। বইটির কোনো গদ্যের চূড়ান্ত পাঠ হোক আমি সেটা চাই না। তাছাড়া সাহিত্যে শেষ কথা বলে কিছু হয়ও না। হয় না বলেই লেখাপড়ার জগতে সাহিত্যের মতো এত মহৎ, উদার ও গণতান্ত্রিক ক্ষেত্র দ্বিতীয়টি নেই।
কোনো চিন্তাই স্থির নয়। এখানে যে প্রবন্ধগুলো স্থান পেয়েছে তা বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে লেখা। নিশ্চয় আমার চিরস্থায়ী চিন্তা ও ভাবনার প্রতিনিধিত্ব তারা করে না। আশা করি, পাঠক সেগুলো পড়বেন ব্যক্তি-লেখকের চূড়ান্ত সাহিত্যভাবনা জানার আগ্রহ থেকে নয়, সাহিত্য সম্পর্কে কিছু উসকানিমূলক চিন্তা পেতে। পড়তে পড়তে তাঁরাও নিজের মতো করে এই আলোচনায় অংশ নিতে পারেন। কিছু কিছু সংশোধন, সংযোজন ও সম্প্রসারণ করার অধিকারও তাঁদের থাকবে। তথ্যগত কিছু অসংগতি থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। বইটির কোনো গদ্যের চূড়ান্ত পাঠ হোক আমি সেটা চাই না। তাছাড়া সাহিত্যে শেষ কথা বলে কিছু হয়ও না। হয় না বলেই লেখাপড়ার জগতে সাহিত্যের মতো এত মহৎ, উদার ও গণতান্ত্রিক ক্ষেত্র দ্বিতীয়টি নেই।