Description
আমরা কেন গল্প পড়ি? আমার কাছে গল্প পড়ার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গীর সাহায্যে বিশ্বকে অন্য একটি প্রেক্ষাপটে, আর একটি বিন্দু থেকে দেখা। অন্য একটি জগতের কল্পনা করা, যা কিনা আমার মনোজগৎকে ঋদ্ধ করে। এর মধ্যে কি বিনোদন নেই? অবশ্যই আছে। মহৎ গল্প বিনোদনের মাত্রাটি নিয়েই মহৎ। এটি মৌসুমী কাদেরের প্রথম ছোটগল্পের বই। প্রবাসী এই মানুষটির গদ্য শিল্পের সঙ্গে অনেকেই এখনো পরিচিত নন। কিন্তু আমার বিশ্বাস তাঁকে বাংলা পড়ুয়ারা একজন বলিষ্ঠ লেখক হিসেবেই চিনবেন। গল্প লেখাকে সহজভাবে নেননি তিনি। এজন্য অপেক্ষা করেছেন, নিজের জন্য নির্মাণ করতে চেয়েছেন গল্প, পাঠকের জন্য নিরীক্ষা করেছেন, নতুন পথ বাছতে চেয়েছেন। গল্প পড়া একটি আর্ট, পৃথিবীর সবকিছুর মতো সেই আর্টকে করায়ত্ত করার মধ্যেই পাঠকের কৃতিত্ব। আমার বিশ্বাস সিরিয়াস পাঠককে তিনি আশাহত করবেন না, তাঁদের মনোজগতে গল্পগুলো নতুন প্রেক্ষাপট, নতুন বিন্দু গড়বে।