Description
আকাশ ও পৃথিবীর কোনদিন দেখা হয় না। তবু দূর থেকে দেখলে মনে হবে নীলাকাশের সঙ্গে মিলে গেছে সবুজ পৃথিবী। যত কাছে যাওয়া যায়, সীমানা চলে যায় বহু দূর। আকাশরেখার সীমানায় বাস করা আমাদের স্বপ্নগুলোও আজীবন থেকে যায় নাগালের বাইরে। যাপিত জীবনের চারপাশে আবর্তিত হতে থাকা প্রত্যাশার বলয়কে হঠাৎ করে দুমড়ে মুচড়ে দেয় নিয়তি নামের বাস্তবতা। তবু জীবন ঝরাপাতার শিরশির শব্দের মতো, সবুজ ঘাসে লেগে থাকা শিশির কনার মতো মৃদু অথচ প্রবলভাবে বেঁচে থাকে। বঙ্গোপসাগর থেকে হাওয়া বয় আটলান্টিকে। কখনও স্বদেশ, কখনও ভিনদেশ মানুষকে দাঁড় করায় কালের আয়নায়। অসহায় বিপন্নতায় মানুষ টিকে থাকে হৃদয়ের শক্তিমত্তায়। মানুষের সেই উঠে আসার ১৪ টি ছোট গল্পের সংকলন ‘আকাশরেখার সীমানায়’ বইয়ে সহজে চেনা নিপুণ পর্যবেক্ষণে অব্যর্থ এক জীবনশিল্পী মনিজা রহমানকে।