Description
এই বইয়ের গল্পগুলির প্রধান উপজীব্য আমাদের মুক্তিযুদ্ধ, দেশের সাধারণ মানুষের বেঁচে থাকার আনন্দ বেদনার দিনলিপি, নারী জীবনের নিরন্তর সংগ্রাম- সে ধনী হোক কি নির্ধন এবং কিছুমাত্রায় মানব মনের বিচিত্র মিথস্ক্রিয়া। মানুষের মনের গতি সবসময় সরল নয়। দৃষ্টিগ্রাহ্য আচরণের অন্তরালে থেকে যায় অপ্রকাশিত বিপরীতমূখী ভাবনা, যা অন্তরের গভীরে বিকশিত ও প্রবাহিত হতে থাকে নিজের অজান্তেই। আবার কখনো অপরের কাছে অজানা থেকে যায় কারো মনের গহীনের চিন্তা চেতনার নিজস্ব জগৎ। অন্তঃসলিলা গল্পের জোহরার মতো দেশ গল্পের নারায়ণ দাস, অস্তিত্ব গল্পের শবনম, স্বজন গল্পের হারিস মিয়া অথবা মিছিলের একজনের নায়লার অন্তরের নিভৃত অনুভূতির সন্ধান তাই খুব সহজে পাওয়া যায়না। রোগ গল্পের মা-ও বুঝতে ব্যর্থ হয় সন্তানের অমার্জিত খামখেয়ালীর পিছনের মর্মবেদনা, উদ্ধার গল্পে অসহায় বাবার মর্মান্তিক আত্মত্যাগের পরিকল্পনাও আঁচ করতে পারে না তার কাছের স্বজনেরাও। এমনি ভাবেই গল্পের চরিত্রগুলো পাঠ শেষে দিয়ে যায় নতুন কিছুর সন্ধান। অথবা ভালো মানুষের বিপরীতে সমাজের মন্দ মানুষগুলোর মুখোশের আড়ালের দুর্বৃত্তপনা আহত করে তোলে আমাদের অন্তরে বয়ে চলা শুভবোধকে। বইয়ের চৌদ্দটি ছোটগল্পে এভাবেই সাধারণ কিছু মানুষের হৃদয়ের গহীনের চিত্র আঁকার চেষ্টা করা হয়েছে।