Description
বরিস এদেরের পশু বন্ধুদের মধ্যে ছিল সিংহ, বাঘ, চিতাবাঘ, জেব্রা, উটপাখি, বাদামি ও মেরু ভালুক। ইনি রুশ ফেডারেশনের লোকশিল্পী।
বুনো জানোয়ারদের প্রতি তাঁর অনুরাগ, তাঁর সাহস, খেলা দেখাবার চমৎকার কৌশল এবং নিজের পেশার উত্তরোত্তর উন্নতির প্রয়াস — এসবের জন্য পশুর তালিমদার হিসেবে বরিস এদেরের খ্যাতি।
তাঁর জীবনের অভিজ্ঞতাকে অল্প কথায় এইভাবে তিনি বলেছেন, ‘আমার জীবন ঘটনাবহুল ও আনন্দময়, যদিও তা সহজ নয়। যদি আবার আমাকে সেই গোড়া থেকে শুরু করতে হয়, তাহলে এখনো আমি বুনো জানোয়ারদের তালিম দেওয়ার কাজই বেছে নেব।’
বুনো জানোয়ারদের প্রতি তাঁর অনুরাগ, তাঁর সাহস, খেলা দেখাবার চমৎকার কৌশল এবং নিজের পেশার উত্তরোত্তর উন্নতির প্রয়াস — এসবের জন্য পশুর তালিমদার হিসেবে বরিস এদেরের খ্যাতি।
তাঁর জীবনের অভিজ্ঞতাকে অল্প কথায় এইভাবে তিনি বলেছেন, ‘আমার জীবন ঘটনাবহুল ও আনন্দময়, যদিও তা সহজ নয়। যদি আবার আমাকে সেই গোড়া থেকে শুরু করতে হয়, তাহলে এখনো আমি বুনো জানোয়ারদের তালিম দেওয়ার কাজই বেছে নেব।’