Description
লেখকের কথা
‘আরোপিত এই নগরে’ বইটি গল্প, উপন্যাস বা শক্তপোক্ত প্রবন্ধের বই নয়। এটিতে মূলত আমি গত এক-দেড় বছর সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনাকে আয়েশী ঢঙে জানানোর চেষ্টা করেছি। বইটিকে সমকালীন কথনমালার গ্রন্থ বললে ভুল বলা হবে না।
ঘটনাগুলো খুবই গম্ভীর, গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কিন্তু আমি সহজ সরলভাবে, গল্প বলার ছলে তুলে ধরেছি। ঘটনা জানানোর পাশাপাশি আরেকটি কাজ করেছি, তা হলো মনুষ্য বোধের দরজায় ধাক্কা দিয়েছি। কাজটি আমি সচেতনভাবেই করেছি। যাতে সু-বোধ জেগে উঠে।
বইটি মূলত সময়ের দলিল। আর সময়ের কথা সময়েই বলতে হয়। তাই আমি সময়ের মধ্যেই, প্রকাশিত লেখাগুলো পাঠকদের অনুরোধে বই প্রকাশের উদ্যোগ নিয়েছি।
বইটি লেখার পর দুইজন মানুষ বিশেষভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, একজন কবি ত্রিশাখ জলদাস (নাজমুল করিম সিদ্দিকী) এবং অন্যজন কবি ও গদ্যকার মাজুল হাসান। এই দুইজন কবিকে বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আরেকজন মানুষের কথা না বললেই নয়। তিনি হলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি পরম যত্নে আমার বইয়ের জন্য লিখে দিয়েছেন। তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।
পাঠকবৃন্দ সবসময়ই আমাকে ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই উৎসাহেই এতদূর এগিয়ে যাওয়া।
পরিশেষে সবাইকে ‘আরোপিত এই নগরে’ আমন্ত্রণ।