Description
বন জঙ্গল আর পাহাড়ে ঘেরা কয়েক শতকের পুরনো এই শোভা মহল। জমিদারদের গড়ে তোলা বিশাল এই বাইজি মহল দীর্ঘ দিন ধরে পরে আছে লোক চক্ষুর অন্তরালে পরিত্যাক্ত হয়ে। মালিকানা পরিবর্তন হতেই এই মহলটি এবং আশেপাশের দালান ঘিরে একটা রিসোর্ট গড়ে তোলার পরিকল্পনা করা হয়। এই কাজের দায়িত্ব পায় একটি প্রতিষ্ঠিত ডিজাইন এবং কন্সট্রাকশন ফার্ম। পুরো কাজের সম্ভাবতা যাচাই করতে পাঠানো হয় আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে গড়ে তোলা ছোট্ট একটি দলকে। পাহাড়ি বসতিহীন বনাঞ্চল, দূর্গম রাস্তা সাথে দূযোর্গপূর্ণ আবহাওয়া। ওরা পৌছার পর থেকে মহলে ঘটতে শুরু করে নানা অস্বাভাবিক ঘটনা। সেই অস্বাভাবিক ঘটনাই মোড় নেয় এক দুঃখজনক দূর্ঘটনায়। সেই দূর্ঘটনাকে ধিরে রহস্য তার জাল বিছাতে থাকে নিজের গতিতে। পাঠককেও সেই রহস্যের জালে জড়িয়ে পরার অমন্ত্রন রইলো।