Description
কিছু কিছু মানুষের জীবন এক একটা নির্বাসিত নদী। সে নদীর গতিপথ সরল নয়, পুরোটাই যেন অন্ত্যমিলবিহীন এক গোলকধাঁধা। তার কলস্রোতে কান পাতলে শোনা যায় অশ্রুত সব গল্পকথা, নিস্তরঙ্গ স্রোতের সাথে যা এতকাল বহমান ছিল সংগোপনে।
এই গল্পগুলো রেশ রেখে যায়, ঠাঁই নেয় নিমগ্ন ভাবনায়, নৈর্ঋতে।