Description
আত্মজীবনী বলতে তো এক বিরাট বিশাল ব্যাপার। যাবনিক ভাষ্যমতে নিজের জীবনালেখ্য বা যাপিত জীবনের বর্ণনা যা সাধারণ গুরুত্বপূর্ণ ঘটনাবলির ধারাবাহিক ব্যাখ্যান। আত্মজীবনীর সঙ্গে স্মৃতিচারণার আবার একটা পার্থক্য রয়েছে। কারণ স্মৃতিলিপির একটি আলাদা দৃষ্টিভঙ্গী থাকতে পারে যেটা আবার ডায়েরি আর জার্নাল থেকেও ভিন্ন। কারণ দুটোতেই থাকে ধারাবাহিকতার অভাব আর যেহেতু সাধারণত একজন লেখকের জীবনাভিজ্ঞতা ছাড়া আত্মজীবনীর কোনো নির্দিষ্ট বিষয় বা কাঠামো নেই সেন্ট অগাস্টিন আর রুশোর ‘কনফেশন’, টিএস এলিয়টের ‘ফোর কোয়ার্টেটস’ আর ইয়েটস-এর ‘কালেকটেড পোয়েমস’ যেগুলোকে স্পিরিচুয়াল অটোবায়োগ্রাফি বা আধ্যাত্মিক আত্মজীবনী বলা যেতে পারে।