Description
প্রাপ্তির অভিলাষ থেকে মানুষের মুক্তি নাই। হয়ত নির্মোহ জীবন বলেও কিছু নেই, কারণ নিরাসক্ত জীবনেরও আছে কিছু প্রাপ্তির শখ । মানুষের স্বপ্ন দেখার ক্ষমতাও অদ্ভুত। প্রকৃতপক্ষে স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাক শুধু এক চিলতে, অথচ বিস্তৃতিতে তা কী বিশাল, সমুদ্র-সমান! ভিন্ন স্বাদের চারটি বড় গল্প নিয়ে হুমায়ূন কবিরের গল্পগ্রন্থ 'বানর ও মানুষের গল্প'। গল্পগুলোর ভেতরে আছে স্বপ্নের কথা, যাপিত জীবনে বাঁদর নাচের কথা, ক্ষমতার কথা, আকাঙ্ক্ষার কথা। হুমায়ূন কবির গল্প লেখেন নির্লিপ্ত কলমে। আর তাতে মানব জীবনের অন্তর্গত কথাগুলো বেরিয়ে আসে স্বতঃস্ফূর্ত সাবলীল বর্ণনায় ।